বাজার সেরে আর বাড়ি ফেরা হলো না, বজ্রাঘাতে মৃত্যু এক ব্যক্তির
বাজার করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা থানার পাথরপাড়া এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম নীল চাদা রজক(৫৭), বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার দেওয়ালদহ এলাকায়। রবিবার রাত্রে স্থানীয় পাথর পাড়া এলাকায় মাছ কিনতে এসেছিলেন ওই ব্যক্তি। মাছ কিনে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে মৃত্যু হয় তার। সোমবার মৃত ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়েছে।