বাজি তৈরির সময় বিস্ফোরণ, মৃত্যু হল দু বছরের শিশুর, হাসপাতালে ভর্তি মা
মেদিনীপুর:- বাজি তৈরির সময় তা থেকে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটলো। সেই আগুনে ঝলসালো দু বছরের শিশু সহ তার মা। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও হাসপাতালে মৃত্যু হয়েছে শিশুর। চিকিৎসাধীন শিশুর মা রোকসানা বিবি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া গ্রামে। সূত্রের খবর এদিন রাত সাড়ে আটটা থেকে নটা নাগাদ ওই গৃহবধূ ও তার পুত্র সন্তানের গায়ে আগুন লাগে। বাড়িতে বাজি তৈরির সামগ্রী ছিল। সম্ভবত সেই বাজি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন লেগে থাকতে পারে বলে ওই বধুর ভাইয়ের দাবি। সেইসঙ্গে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছে মহিলার বাপের বাড়ির লোকজন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে শারীরিক নির্যাতন করতো তার স্বামী শেখ কাশিরউদ্দিন। যা নিয়ে ইতিমধ্যেই বহু স্থানে বহু বার সালিশি পর্যন্ত হয়েছে। সেই রাগের কারণে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলেও মনে করছে রোকসানা বিবি বাপের বাড়ির লোকজন। তবে ওই বাড়িতে যে বাজি তৈরি হতো এবং সেই সামগ্রীতে আগুন লেগে ঘটনাটা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করেছেন সকলেই।