বাড়িতে এসে কবিরাজির নাম করে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
বৃহস্পতিবার সকালে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েতের হরিশেরটারি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এদিন এক ব্যক্তি মিনতি সরকারের বাড়িতে আসে।ওই ব্যক্তি বলে বাড়ির সমস্যা রয়েছে পূজা করতে হবে। এবং এই আছিলায় মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। মিনতি সরকার বুঝতে পেরে তার ছেলেকে খবর দেয় এবং তার ছেলে ঐ ব্যক্তিকে ধরে নিয়ে আসে। এবং এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এর পর খবর দেওয়া হয় স্থানীয় এক ভিলেজ পুলিশকে। পরবর্তীতে ভিলেজ পুলিশের তৎপরতায় ধূপগুড়ি থানার পুলিশ এসে ঐ ব্যক্তিকে নিয়ে যায়।
