বাড়ির পাশে আম বাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন ধন্দে পরিবার

মা কে রাতে বলেছিল সকালে আইনজীবীর পরীক্ষা দিতে যাব ভাত রান্না করে দিও। কিন্তু মায়ের হাতের রান্না আর খাওয়া হল না ছেলের। রাতেই ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল আম গাছ থেকে।শুক্রবার রাতে মালদহের চাঁচল থানার খুরিয়াল গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। রাতেই চাঁচল থানার পুলিস ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে পরিবারের অভিযোগ প্রথম পক্ষের স্ত্রীর সাথে বিবাদের জেরে আত্মঘাতী ছেলে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম বাপি দাস (২৪) চাঁচল থানার অলিহণ্ডা পঞ্চায়েতের দেবীগঞ্জ খুড়িয়াল গ্রামে বাড়ি। যুবক পেশায় সবজি আরতে কর্মরত এছাড়াও আইনজীবীর ছাত্র। তবে যুবকের দুটো বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর বছর খানেক দ্বিতীয় বিয়ে করেন। প্রথম পক্ষের স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পরেও সম্পর্ক থাকার কারণে এই ঘটনা ঘটে বলে দাবি পরিবারের। মৃত যুবকের মা সান্তনা দাস বলেন, ছেলে রাতে বাড়ি এসে বলে কাল সকালে আইনজীবীর পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল। আজ ভোরে দেখতে পাই বাড়ির পাশে আম বাগানে ঝুলছে আমার ছেলের দেহ। বাবা মা ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে কোন রকম অশান্তি ছিল না। কি কারণে আত্মহত্যা করল আমরা বুঝে উঠতে পারছি না। তবে মৃত্যুর কারণ লুকিয়ে ছেলের মোবাইল ফোনে বলে দাবি করেন মৃতের মা। খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 10 =