ফের কলকাতা শহরে বেপরোয়া বাস। এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে। বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়লেন সৌরভ কন্যা। গতকাল ডায়মন্ড হারবার রোড ধরে নিজের গাড়ি করে বেহালার দিকে যাচ্ছিলেন সানা। সূত্রের খবর, চালকের আসনের পাশে বসে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা। সেই সময় ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় বেঁচে যান সানা। বাসটি আমতাগামী বাস ছিল বলে স্থানীয় সূত্রে খবর।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয় বাসের চালককে। সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় সানাকে। এই দুর্ঘটনার পর ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট তৈরি হয়। যদিও দুর্ঘটনায় নিজে অক্ষত থাকলেও এই দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সানা গঙ্গোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 2 =