দুপুর ২টো নাগাদ লেদার কমপ্লেক্সে আগুন লাগে। জোন আটের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। দমকলের প্রাথমিক অনুমান, শ্রমিকদের ফাটানো বাজি থেকেই কারখানার মধ্যে আগুন লেগে যায়। তবে সেখান থেকে নিরাপদেই শ্রমিকদের বের করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।