বান্দোয়ান থানার দুয়ারসিনি মোড়ে মাও নামাঙ্কিত পোষ্টার উদ্ধার।
শনিবার সকালে ঝাড়খণ্ড লাগোয়া-বাংলা সীমানায় দুয়ারসিনি মোড়ে একটি সরকারী বোর্ডে হিন্দীতে লেখা এই পোষ্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বান্দোয়ান থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিস এসে পোষ্টার গুলি উদ্ধার করে নিয়ে যায়। ২০০৬ সালে এই দুয়ারসিনি মোড়ে নির্মীয়মান বান্দোয়ান পঞ্চায়েত সমিতির গেস্ট হাউসে বিস্ফোরণ করে।হিন্দীতে লেখা এই পোস্টারে রয়েছে নকশাল আন্দোলন কম জোর হচ্ছে, নকশালরা এক সাথেই আছে, নকশালরা বাড়ী ছাড়া রয়েছে তাদের পরিবারের জন্যে লেভি (টাকা) সংগ্রহ করছি, পরিবার গুলির পাশে থাকার জন্য। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ এই পোষ্টারগুলি ঝাড়খণ্ড থেকে এই এলাকায় কেউ এসে লাগিয়ে গেছে। এই মোড় থেকে মাত্র ৩০০ মিটার। আশেপাশের গ্রামগুলিও ঝাড়খণ্ড রাজ্যে। ফলে ঝাড়খন্ডের লোকজন বেশী আসা যাওয়া করে।