বাবা ও ছেলের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মালদহের রতুয়ায়

এদিন সকালে ঘটনাটি ঘটেছে রতুয়ার বাহারালে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শেখ তাহির (৬৪)শেখ বারকাত (৪২) সম্পর্কে দু,জন পিতা পুত্র। বাড়ি বিহারের আমদাবাদ থানার গোবিন্দপুর গ্রামে। এদিন সকালে শেখ বারকাত বাবাকে চিকিৎসার জন্য মানিকচকের নুরপুর যাচ্ছেন বাইকে করে। বাহারাল থেকে রতুয়া যাওয়ার অভিমুখে দ্রুত গতিতে আইসক্রিম বহনকারী পিকআপ ভ্যান তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় পিতা ও পুত্রের। ঘটনার খবর দেওয়া হয় রতুয়া থানায়। রতুয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক বলে জানা গিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 13 =