বাম ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে রাজ্য জুড়ে বন্ধের মিশ্র প্রভাব।
২৬ শে নভেম্বর বাম-কংগ্রেস যৌথভাবে সমগ্র দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দিয়েছিল। মূলত শ্রম আইন,কৃষি আইন সহ ৭ দফা দাবিতে বাম শ্রমিক সংগঠনের এই ধর্মঘট।সেই মতো ২৬ শে নভেম্বর বৃহস্পতিবার ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই বাংলা জুড়ে শুরু হয়েছে বাম-কংগ্রেসের মিছিল।উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় দেখা গেল বামেদের মিছিল।দোকানপাট সকাল থেকেই বন্ধ এবং বাজারের বেশিরভাগ দোকানেই ঝুলছে তালা।
বিভিন্ন জায়গায় সকাল থেকেই চলছে বিক্ষোভ।বারাসাতেও ধরা পড়ল একই চিত্র।বন্ধ সমর্থকদের উপর চলল পুলিশের লাঠিচার্জ।
কোলকাতার বিভিন্ন জায়গায় সকাল থেকেই টায়ার জালিয়ে বন্ধ সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে।
বাম ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল গণ পরিবহণেও।হাওড়ার বিভিন্ন স্টেশনেও রেল অবরোধ করে বিক্ষোভ দেখা যায়।রাস্তায় গণ পরিবহণের সংখ্যা তুলনামূলক কম।সকাল থেকে ধর্মঘটের প্রভাব পড়ল অন্যান্য স্টেশনগুলিতেও।জায়গায় জায়গায় করা হল রেল অবরোধ।হয়রানির শিকার নিত্যযাত্রীরা।অবশেষে পুলিশের হস্তক্ষেপে রেল চলাচল স্বাভাবিক হয়।
হুগলী,নদীয়া,মুর্শিদাবাদ সহ দঃ ২৪ পরগনা ও বীরভূমেও দফার দফায় বিক্ষোভ চালায় বন্ধ সমর্থকরা।