সামরিক শক্তিতে ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে এবার হ্যাকারদের ময়দানে নামাল পাকিস্তান। এই কাজে তারা ব্যবহার করছে ‘ডান্স অফ দ্য হিলারি’ নামের এক ভয়ঙ্কর ম্যালওয়্যারকে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ম্যালওয়্যার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং মেলের মাধ্যমে যে কোনও পেশার মানুষের ব্যক্তিগত ও ব্যাঙ্কিং ডেটা চুরি করে নিতে পারে। আপনার অ্যাকাউন্টেও কিন্তু নজর পড়তে পারে পাক-শত্রুর। তাই সাবধানে মার নেই। সংঘর্ষ বিরতির আগে অবধি পাকিস্তানকে যোগ্য় জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর ভারতের থেকে ধারেভারে পিছিয়ে থাকায় বারবার কুকর্মের মধ্য়ে দিয়ে আঘাত হানার চেষ্টা করছে পাকিস্তান। বারবার ‘সাইবার অ্যাটাক’-এর চেষ্টা করছে পাক হ্যাকাররা ! “ডান্স অফ দ্য হিলারি” নামে এক ভয়ঙ্কর ম্যালওয়ারকে কাজে লাগানোর চেষ্টা করছে তারা।
এক্স হ্যান্ডলে পাঞ্জাব পুলিশের তরফে সতর্ক করে বলা হয়েছে, পাকিস্তানের হ্যাকাররা “ডান্স অফ দ্য হিলারি” নামে একটি ভয়ঙ্কর ম্যালওয়্যার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেলের মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভারতীয়দের নিশানা করার চেষ্টা করছে। এই ম্যালওয়্যার আপনার ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য় হাতিয়ে নেওয়ার পাশাপাশি, স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসের কন্ট্রোল নিয়ে নিতে পারে। কোনও অজানা লিঙ্ক বা সন্দেহজনক মেসেজে ক্লিক করবেন না। যেমন কোনও অজানা সাইট যেখানে কোনও অতিরিক্ত প্রলোভন দেওয়া হলে, কোনও লোনের লোভনীয় প্রস্তাব থাকলে বা কোনও সস্তায় কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার অফার থাকলে, সেই লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ আগামী ৭-১০দিন খুব সতর্ক থাকা উচিত। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 15 =