বারাকপুরে আয়োজিত হলো কর্মমেলা

মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের পৌর পিতা জয়দেব দাস এর উদ্যোগে বারাকপুর এনসিসি উদ্যানে এক কর্মমেলার আয়োজন করা হয়। এই কর্মমেলায় চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী সিভি জমা দেন। প্রায় ৫০০ থেকে ৬০০ কর্ম প্রার্থী এই কর্মমেলায় তাদের বায়ো ডাটা জমা দেন। আটখানা বেসরকারি কোম্পানি এই মেলায় তাদের প্রয়োজনমতো কর্ম প্রার্থী বেছে নেবেন। এই কর্ম মেলায় যারা তাদের যোগ্যতা অনুযায়ী কর্ম প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন তাদের প্লেসমেন্ট করা হবে। এই ধরনের উদ্যোগে আসতে পেরে কর্ম প্রার্থীরা যেমন খুশি যেমন খুশি উদ্যোক্তারাও। এই অনুষ্ঠানে এসে দমদম ব্যারাকপুর সাংগঠনিক তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক বলেন এ ধরনের উদ্যোগ এই প্রথম যে একটি পৌরসভা এই উদ্যোগ নিয়েছে। সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে কর্ম প্রার্থীরা তাদের বায়ো ডাটা জমা করছেন। উদ্যোক্তারা জানালেন আজকেই ৭০ থেকে ৮০ জনের কর্মসংস্থান হয়ে যাবে আগামী দিনে তাদের জেসিবি এখানে জমা রইল সেখান থেকে বাছাই করে বাকি প্রার্থীদের ডাকা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − nine =