বারাসাতে বারাসাত কলেজের মদকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় থানায় বিক্ষোভ দেখালেন সিপিএমের ছাত্র-যুবরা।চলে প্লাকার্ড হাতে স্লোগানও।তুমুল বিক্ষোভ এবং অহরহ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বারাসত থানা চত্বর।বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর এসএফআই ও ডিওয়াইএফআইয়ের এক প্রতিনিধি দল থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেয় এই ইস্যুতে।