বারাসত জেলাশাসক অফিস চত্বরে চলছে স্যানিটাইজ প্রক্রিয়া।

বারাসত জেলাশাসক অফিস চত্বরে চলছে স্যানিটাইজ প্রক্রিয়া।

করোনা গ্রাফ ঊর্ধ্বমুখি হওয়ায় তৎপর প্রশাসন। এর আগে বারাসতের সমস্ত স্কুল, পুরসভা স্যানিটাইজ করা হয়েছে।পাশাপাশি এলাকায় মাইকিং চলছে করোনা সচেতনতা বার্তা নিয়ে।সকলকে মাস পরার অনুরোধ করা হচ্ছে।বর্তমানে মাক্স পরার প্রবনতা অনেকটাই কমে গেছে বলে স্বীকার করে পুরসভার CIC হেলথ অভিজিৎ নাগ চৌধুরী। অভিজিৎ বাবু নিজে দাঁড়িয়ে থেকেই এইদিন বারাসত জেলাশাসক অফিস চত্বরে স্যানিটাইজ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 6 =