বারাসত ময়না পুলিশ সুপার অফিস থেকে প্রকাশিত হল কালীপুজো গাইড ম্যাপ।

বারাসত ময়না পুলিশ সুপার অফিস থেকে প্রকাশিত হল কালীপুজো গাইড ম্যাপ।

সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন ডিআইজি প্রসূন ব্যানার্জি এবং পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি। ২০২১ কালীপুজো গাইড ম্যাপ তুলে ধরলেন এদিন। কোথায় কোন পুজো হচ্ছে তা দর্শনার্থীরা খুব সহজেই বুঝতে পারবে এই ম্যাপের মাধ্যমে।সমস্ত পুজো কমিটি যেমন এবছর কোভিড গাইডলাইন মেনে পুজো পরিচালনা করবে,ঠিক তেমনই দর্শনার্থীরাও কোভিড বিধি মেনে পুজো মন্ডপ ও প্রতিমা দর্শন করবে।এই সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর উপস্থিত ছিলেন।কালীপুজোর মধ্যে বারাসত অন্যতম বড় পুজো হয়।সেই কারণে প্রতিবছরের মত এবছরও গাইড ম্যাপ উদ্বোধন করা হল।এর পাশাপাশি সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকছে।গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিসিটিভি থাকছে।ট্রাফিক সঠিক ভাবে পরিচালনা করা হয় তার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।জেলা জুড়েই কালিপুজো হয়,তবে বারাসতে মূলত কালিপুজো বড় মাপের হয়।তবে করোনা বিধি মেনে কারা পুজো করছে সেইসব পুজোর দিকে নজর থাকবে বারাসত জেলার পুজোর দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 3 =