স্কুলের পাশে রাস্তার উপর আবর্জনা ফেলছে পৌরসভা।পঁচা গন্ধে অতিষ্ঠ শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়া।বহু পড়ুয়া অসুস্থ হয়েছে পঁচা গন্ধে।ফেলে দেওয়া প্লাস্টিকে জমছে জল।জন্ম নিচ্ছে মশা।বর্তমানে বেড়েছে ডেঙ্গুর প্রভাব। শিশু স্বাস্থ্য নিয়ে উদাসীন পৌরসভা।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাতে।

বারাসাত পৌরসভা এলাকা দীর্ঘদিন ধরে আবর্জনার সমস্যায় ভুগছে।দেড়শ বছরের বেশি পুরনো এই পৌরসভা ভ্যাট সমস্যায় জর্জরিত।প্রতিদিন সকালে বিভিন্ন ওয়ার্ড থেকে আবর্জনা সংগ্রহ করে পৌরসভার গাড়ি।ভ্যাট না থাকায় ফাঁকা জায়গাতেই ফেলা হচ্ছে সেই আবর্জনা।সে রাস্তার পাশে হোক কিংবা অন্যের ফাঁকা জমিতে।যেখানে আবর্জনা ফেলা হয় তার পাশে স্কুল না হাসপাতাল তা দেখে না পুরসভার লোকেরা।বারাসাত পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকায় হরিমোহন আদর্শ বিদ্যাপীঠে আবর্জনার গন্ধে অতিষ্ঠ পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা।গন্ধ সহ্য করেই চলছে পঠন পাঠন।কাজ হয়নি পুরসভাকে জানিয়েও।অভিভাবকদের দাবি,বর্তমানে ডেঙ্গির প্রকোপ বেড়েছে।গন্ধ -মাছি-মশা প্রকোপ সহ্য করেই পড়তে হচ্ছে বাচ্চাদের। স্কুলের দাবী বহুবার পৌরসভাকে বলা হয়েছে।বারাসত পৌরসভা জানিয়েছে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 8 =