বারাসাত চাপাডালি মোড়ের কাছে একটি কালীমন্দিরে রাতের অন্ধকারে চুরি ঘটনার চাঞ্চল্য ছড়ালো
মায়ের অলংকার থেকে শুরু করে বাসনপত্র সব নিয়ে চম্পট দিল চোরের দল, মন্দির কমিটির সদস্যরা জানাচ্ছেন চাপাডালি মোড় এ সর্বদা পুলিশ প্রহরায় থাকে তারপরেও কিভাবে এত বড় চুরির ঘটনা ঘটলো, পুলিশ এর দায় এড়াতে পারে না বলে জানান কমিটির সদস্যরা। গোটা ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ,কিন্তু কিভাবে চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ, সোনার অলংকারসহ বাসনপত্র লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা।
