বারুইপুরে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার কলেজ পড়ুয়া ছিনতাইবাজ

সি সি টি ভি ফুটেজ দেখে ২ ছিনতাইবাজ কে ধরল বারুইপুর থানার পুলিশ। উদ্ধার রয়েছে একটি হাই পিকআপ বাইক ও ৬ টি দামি মোবাইল ফোন। এই দুজন মূলত মহিলাদের টার্গেট করতো। তাদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের পাশাপাশি মানিব্যাগ  ছিনতাই করত। বারুইপুর,নরেন্দ্রপুর ও সোনারপুর এলাকায় গত ছয় মাস ধরে এই দুই যুবক ছিনতাই করছিল। ধৃতদের নাম অভিজিৎ পাল ও রহিত খান। দুজনের বাড়ি বারুইপুর থানা এলাকায়। রোহিত খান সেন্ট পলস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশি জেরায় সে জানিয়েছে পকেটমানি জোগাড় করতে ছিনতাই করতে শুরু করে। মূলত ফাঁকা রাস্তায় মহিলাদেরকে টার্গেট করত তারা। বাইক চালাত অভিজিৎ পাল আর রোহিত খান মোবাইল ও ব্যাগ ছিনতাই করত। এদিন তাদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে বারুইপুর থানার পুলিশ।এই দুই ছিনতাইবাজ শুধু মোবাইল ফোন নাকি সোনার চেন ও ছিনতাইয় করত তা নিয়ে ধৃতদের জেরা করবে পুলিশ। পাশাপাশি এই ৬ মাসে কত মোবাইল ছিনতাই করেছে এবং কোথায় বিক্রি করেছে তাও জানার চেষ্টা করবে বারুইপুর থানার তদন্তকারী পুলিশ অফিসাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =