বালিকার বিয়ে আটকালো পুলিশ।
পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের গাড়িখানা এলাকায় শেকরা পাড়ার বাসিন্দা বাবলু নন্দী, পেশায় রিক্সা চালক তার ১ মেয়ে ২ ছেলে। ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার জেরেই ভবিষৎ নষ্ট হতে বসেছে। মা বাবা আলাদা আলাদা থাকেন। ছোট ২ ছেলে মায়ের সাথে মাসীর বাড়ীতে শহরের অন্য জায়গায় থাকে। মেয়ে সোনালী নন্দী বাবার কাছে থাকার কথা কিন্তু থাকে ঐ এলাকার একটি সেবাশ্রমে। সোনালী পড়াশোনা করে শহরের মুন্সেফডাঙ্গা জুনিয়র হাইস্কুলে ক্লাস নাইনে, তার বয়স ১৫, তারই বিয়ে ঠিক করেন বাবা বাবলু নন্দী। পাত্র ধীরেন দত্ত বয়স ২২, বাড়ী ঝালদা শহরে পেশায় সব্জি বিক্রেতা। বিয়ে হওয়ার কথা আগামীকাল শেকরা পাড়াতে। খবর পেয়ে চাইল্ড লাইনের সদস্যরা পুরুলিয়া সদর থানায় যোগাযোগ করেন। শনিবার সকালে চাইল্ড লাইনের সদস্যরা পুরুলিয়া সদর থানার পুলিশকে নিয়ে সোনালীর বাড়ীতে গিয়ে এই নাবালিকার বিয়ে বন্ধ করে দেয়। বাবা বাবলু নন্দীর কাছে লিখিত নেওয়া হয়।