বালিতে জুয়ার ঠেকে হানা,গ্রেফতার ৪।
মঙ্গলবার রাত ৮.৩০ টা নাগাদ হাওড়ার বালি থানা এলাকার একটি জুয়ার ঠেকে হানা দিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বালি থানার অফিসার ও ফোর্স বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিটের একটি ঠেকে অভিযান চালিয়ে পবন আগরওয়াল, দীপক কুমার, তরুণ মণ্ডল এবং সতীশ সিং নামের চার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে৷ নগদ প্রায় ৭,৯৪০ টাকা বোর্ড মানি হিসাবে বাজেয়াপ্ত করা হয়েছে। জুয়া আইনে সুনির্দিষ্ট মামলা শুরু হয়েছে।