মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বালি বিধানসভা কেন্দ্রে বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জীর ”বিধায়ক উন্নয়ন তলবিল” থেকে একটি অ্যাম্বুলেন্স জনসাধারণের জন্য প্রদান করা হলো। পাশাপাশি বালিতে ইলেকট্রিক চুল্লি দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে রয়েছে। বালি পাঠক ঘাটে ইলেকট্রিক চুল্লি সারানোর কাজের উদ্যোগ নিলেন বিধায়ক এবং আরেকটি বিকল্প চুল্লি তৈরীর করা হবে জানালেনতিনি। বিধায়ক নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে উদ্বোধন করলেন।