বালি রাসবাড়ী ঘাটের দরজা বন্ধ করে আদালত নিযুক্ত প্রশাসক।আবেদনকারীর দাবি ১৯৯৬ সাল থেকে চলে আসছে।প্রায় ২হাজার মানুষ এই পুজোয় অংশ নেয়।এবারে গেট বন্ধের জন্য অংশ নিতে পারছে না।সরকারি আইনজীবী অমল সেন জানায়, আদালত নির্দেশ দিলে তাদের কোনোও আপত্তি নেই।এরপরই বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন স্থানীয় পুরসভার নিয়ম মেনে পুজো করতে হবে।৩০ ও ৩১ অক্টোবর পুজো করতে পারবে।পুজোর পর জায়গাটা পরিষ্কার করতে হবে।