বালুরঘাটে মধুচক্রের হদিশ।
দীর্ঘদিন ধরে মধুচক্রের খবর আসছিল দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুসলা এলাকায়।এমনকি আসর বসতো ওই এলাকায়।শনিবার সকালে সেই আসরের কীর্তিকলাপ ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভুসলা এলাকায়। এই ঘটনায় মোট ২ জন মহিলা এবং ৪ জন পুরুষকে আটক করে বালুরঘাট থানার পুলিশ। জানা গেছে, ওই বাড়িতে দীর্ঘ সময় ধরে বেশ কয়েক যুবক যুবতীর যাতায়াত ছিল ওই বাড়িতে। এলাকা বাসীদের অভিযোগ, শুধু মধুচক্র চালানোর সাথে সাথে নেশার আড্ডা বসতো সেই বাড়িতে।এরপরেই বালুরঘাট থানার পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজনকে আটক করে।