বাল্যবিবাহ রোধে শিশু সুরক্ষা কমিশনের বিশেষ কর্মশালা।
বাল্যবিবাহ এবং শিশুদের যৌন নিগ্রহ রুখতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন।সোমবার দুপুরে মালদা শহরের ফার্ম এলাকায় জেলা প্রশিক্ষণ কেন্দ্রে সভাকক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালা।উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী,কনসালটিং এডিটর মহুয়া সাঁতরা, সদস্য সৌমিত্র রায় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা।এদিকে,শিশু সুরক্ষা,বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ রোধ করতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এর পাশাপাশি তিনি বলেন মুচলেকার কোন গুরুত্ব নেই।বাল্যবিবাহ নিয়ে যদি কোন অভিযোগ থাকে তাহলে পরিবারের লোকেদের পাশাপাশি পুরোহিত,ইমাম এবং নিমন্ত্রিত ব্যক্তিদের বিরুদ্ধেও পুলিশে অভিযোগ করা হবে।সরকারের উদ্যোগ যাতে কোন শিশু স্কুলছুট না হয়।শিক্ষার গন্ডিতে থাকলে অনেকটাই রোধ করা যাবে বাল্যবিবাহ।তিনি বলেন ,তাদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন জায়গায় কর্মশালার আয়োজন করা হচ্ছে।