আজ রঘুনাথপুর সৎসংঘ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ বন্ধের প্রচারে নামলো ঘাটাল মহকুমা ও ব্লক প্রশাসন। সকলকে সচেতন করতে একটি পদযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। রঘুনাথপুর সৎসংঘ উচ্চ বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সহ উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিডিও সঞ্জীব দাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, কর্মাধ্যক্ষ বিকাশ কর, নোডাল অফিসার বিভাস সামান্ত, প্রধান করুনা সী সহ বিশিষ্টজনরা। জানা যায় গত জানুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে ঘাটাল মহকুমায় মোট ৮০ টি বাল্য বিবাহের অভিযোগ প্রশাসনের কাছে নথিভুক্ত হয়েছে, যদিও অনেক ক্ষেত্রেই তা আটকানো গেছে বলে প্রশাসনের দাবি। নথিভুক্ত হয়নি অথচ বিয়ে আটকানো হয়েছে সেই সংখ্যাটাও ঘাটাল মহকুমায় অনেক। কেন ঘাটাল মহকুমায় এত সংখ্যায় বাল্য বিবাহের অভিযোগ হচ্ছে সেই নিয়ে উদ্বিগ্ন প্রসাসনিক কর্তারা। বাল্যবিবাহ নিয়ে এবার আরো বেশি করে প্রচারে নামলো প্রশাসন। তবে মহকুমা প্রশাসনের দাবি আগের থেকে ঘাটাল মহকুমায় বাল্য বিবাহ অনেক কমেছে। এই নিয়ে নানান উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − thirteen =