বাসন্তীতে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার।
রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পরিবারের অভিযোগ, তাঁকে গুলি করে খুন করা হয়েছে।মৃতের নাম ভুবন মন্ডল(২৫)। সূত্রে খবর ,রবিবার সন্ধ্যায় মৃত যুবক বাড়ি থেকে বেরিয়ে শ্বশুর বাড়িতে নিজের বাইকে চেপে যাচ্ছিলেন।এর পরেই এদিন সকালে বাড়ি থেকে কিছু দূরে তাঁর রক্তাক্ত দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হলে বাসন্তী থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশের প্রাথমিক অনুমান তাঁকে খুন করা হয়েছে।তবে কি কারণে খুন তাঁর তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ।
