দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার কুলতলী বাজার এলাকায় হাইওয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে প্রায় পাঁচশোর বেশি ভোটার কার্ড। জানা গিয়েছে ভোটার কার্ড গুলি প্রায় সবগুলি উত্তর ২৪ পরগনা জেলার। স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তার পাশে ভোটার কার্ড গুলি পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে, খবর পেয়ে ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ পৌঁছে ভোটার কার্ড গুলি নিয়ে যায়। এই ভোটার কার্ড গুলি কিভাবে এখানে এলো তা তদন্ত করে দেখছে বাসন্তী থানার পুলিশ। কার্যত গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।