বাসন্তী হাইওয়েতে মাক্স বিহীন ৬,জন, সব মিলিয়ে মোট ২২,জন আটক
বসিরহাট মহাকুমার মিনাখাঁ থানার বিস্তীর্ণ এলাকায় প্রায় এখনো পর্যন্ত ৬, জন করোনা পজিটিভ রয়েছে তাদেরকে খাবার পৌঁছে দিলেন পুলিশ বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে কয়েকজন অফিসের কে সঙ্গে নিয়ে সটান চলে গেলেন করণা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিতে খাবারের মেনুতে মাছ মাংস সহ বেশ কয়েকটি পুষ্টিকর খাবার ছিল অন্যদিকে বেপরোয়া মানুষকে সবক শেখাতে বাসন্তী হাইওয়েতে নাগা চেকিং করে মাক্স বিহীন ছয়জনকে আটক করল মিনাখা থানার পুলিশ মিনাখা থানার পক্ষ থেকে জানানো হয় রাজ্য সরকারের নির্দেশে মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন তারা আগামী দিনেও এভাবে সাধারণ করোনা আক্রান্ত মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেবেন বসিরহাট মহাকুমার বিভিন্ন থানা এলাকা থেকে ২২, জনকে আটক করেছে পুলিশ যে ভাবে দিনের পর দিন বেড়েই চলেছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্য সরকার বিধি নিষেধ জারি করেছেন তারপরও কিছু অবুঝ মানুষকে বোঝানো অসম্ভব হয়ে যাচ্ছে যার জন্যই একেবারে নাকা চেকিংয়ের মাধ্যমে আটক করা হচ্ছে
