বাসন্তী হাইওয়ে বাইক চুরির পান্ডা সহ গ্রেপ্তার চার।
বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে দীর্ঘ কয়েক মাস ধরে বাইক চুরির ঘটনা ঘটছিল। আর এই অভিযোগ সন্দেশখালি, মিনাখা, বসিরহাট, একাধিক থানায় জমা পড়েছিল।পুলিশ রীতিমতো ধন্দে পড়েছিল বাইক চুরির কিনারা করতে। অবশেষে মিনাখা থানা বাসন্তী হাইওয়ে বামন পুকুর এলাকা থেকে বাইক সহ বাইক চুরির মূল পান্ডা সহ ৪,জনকে গ্রেফতার করে ,তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিকআপভ্যান ,পাশাপাশি বাইক চুরির যন্ত্রাংশ যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এদের কে পুলিশ গ্রেফতার করে। বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি মিনাখা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মন্ডল সহ পুলিশ আধিকারিকরা। এদিন সাংবাদিকদের প্রশ্নে বলেন দীর্ঘদিন ধরে বাইক চুরি কিনারা করতে পারছিলোনা পুলিশ।যে বাইক গুলো বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছিল সেগুলি গোপন ডেরায় নিয়ে গিয়ে মেশিনের দাঁড়ায় কাটাই করে রাজ্যের বিভিন্ন জায়গায় মোটা টাকায় বিক্রি করছিল দুষ্কৃতীরা। এর সঙ্গে আন্তর্জাতিক বাইক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই চারজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলার পর তাদেরকে পুলিশী হেফাজতে নেয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
