বাস ও ছোট লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১ এবং আহত ৫
যাত্রীবোঝাই বাস ও ছোট লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির এবং আহত হলেন আরো পাঁচজন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত হারুরপাড়া মাঠ এলাকায়। জানা গিয়েছে এদিন সকালে এক বেসরকারি যাত্রীবোঝাই বাস জলঙ্গি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে হারুর পাড়া মাঠ এলাকায় তীব্র গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটিতে। ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের এবং আহত হন লরির খালাসী সহ আরো ৫ জন। ঘটনার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ডোমকল মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ দূর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে আটক করেছে।