ঘটনাটি ঘটেছে গোঘাট ও কোতুলপুর সীমান্তবর্তী হলদিব্রিজ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায় সময়ই দূর্ঘটনা ঘটে। রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরমধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। যাত্রীবোঝাই বাসটি বর্ধমান থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। এমন সময় হলদিব্রিজ এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার্স করার জন্য বারবার প্রশাসনকে জানানো হলেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। সেই কারনে এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের হুস ফেরেনি। তাই খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট ও কোতুলপুর থানার পুলিশ গেলে তাদের ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষজন।