বাড়লো বিধি – নিষেধের মেয়াদ ।
রাজ্যে ৩০ শে জুলাই পর্যন্ত বাড়লো করোনার বিধি নিষেধ এর মেয়াদ । বুধবার দুপুরে নবান্নের তরফে নির্দেশিকা প্রকাশ করে এ কথা জানানো হয় ,স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ।গাড়ির চালক ও কর্মীদের টিকাকরণ জরুরী। বাস-ট্যাক্সি জলপথ পরিবহনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সচল থাকবে ।জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য স্টাফ স্পেশাল লোকাল ট্রেন চলবে।সোম থেকে শুক্র ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো ,শনি রবিবার বন্ধ থাকবে মেট্রো। সিনেমা হল স্পা সুইমিংপুল বন্ধ থাকবে সাধারণের জন্য। সাঁতারুদের জন্য সকাল ছয়টা থেকে দশটা খোলা থাকবে সুইমিং পুল ।রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জমায়েত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। বিয়ের অনুষ্ঠানের সর্বোচ্চ 50 জন আমন্ত্রিত থাকতে পারবে শরীরচর্চার জন্য পার্ক খোলা থাকবে ছটা থেকে নটা ।জিম ৫০ শতাংশ সদস্য নিয়ে খোলা যাবে সকাল ৬ টা থেকে ১০ টা বিকেল ৪ টে থেকে ৮ টা বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক ও আর্থিক সংস্থা। ৫০ জনের ইউনিট নিয়ে শুটিংয়ে ছাড়।