বাড়িতে ডেকে প্রেমিক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো প্রেমিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে
এদিন রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঠিপুরে। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় রবীন শেখ নামে ওই প্রেমিক যুবককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মিঠিপুরের ওই যুবকের সঙ্গে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি নাবালক প্রেমীক প্রেমিকা বাড়ি থেকে পালিয়েও যায়। বিষয়টি নিয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়ের পরিবারের সদস্যরা। তারপরেই তারা বাড়ি ফিরে এসে নিজ নিজ বাড়িতে থাকছিলেন। অভিযোগ, সমস্যা সমাধানের উদ্দেশ্যে এদিন মেয়েটির পরিবার থেকে ওই যুবক প্রেমিককে ডেকে পাঠানো হয়। রাতে ওই যুবক মেয়েটির বাড়ি গেলে তাকে কার্যত বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, রাতের অন্ধকারে পাশের একটি বাগানে অজ্ঞান করে ফেলে দেওয়া হয় ওই প্রেমিককে। সকালে ছেলেটিকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছেলের পরিবারের সদস্যরা। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
