বাড়ির পাশেই পড়ে আছে ব‍্যক্তির দেহ,চাঞ্চল্য নদীয়া চাকদায়।

ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহ থানার জগন্নাথপুরে। মৃতের নাম পবন সরদার(৪৫)। পরিবার সূত্রে জানা গেছে,মঙ্গলবার ওই ব‍্যক্তির মেয়ের জন্মদিন ছিল। জন্মদিন অনুষ্ঠান শেষে রাত্রিবেলায় সকলের সঙ্গে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন তিনি। এরপর বুধবার সকালবেলা পরিবারের লোক জানতে পারেন বাড়ির পাশে ফাঁকা জায়গায় পড়ে রয়েছে পবনের দেহ। ধারালো অস্ত্র দিয়ে কোঁপানো হয়েছে তাকে। ঘটনাস্থলে চাকদা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।দেহটি ময়নাতদন্তের জন্য কল্যাণী জে এন এম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে খুন তদন্তে চাকদা থানার পুলিশ।গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 16 =