রানীগঞ্জের ঝাঁটিডাঙ্গা অঞ্চলে এক ফুচকা বিক্রেতার বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দশমীর দিন রাত্রে তারা সকলেই দুর্গাপুরে ঠাকুর দেখতে যান। সে সময়ই বাড়ি সদস্যদের অনুপস্থিতির সুযোগে চোরের দল বাড়িতে ঢুকে বাড়ির সোনার অলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ । রাত্রি একটা নাগাদ তারা বাড়িতে পৌঁছে দেখেন বাড়ির সদর দরজার তালাভাঙ্গা। এবিষয়ে তারা রানিগঞ্জ থানায় খবর দিলে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করে। পরিবারের দাবি নগদ ১৫০০০ টাকা ও ৫ ভরি সোনার গয়না চোরের দল চুরি করে নিয়ে গেছে আলমারির তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটায় চোরের দল বলেই জানিয়েছে তারা।