বিএসএফ এর পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা উপলক্ষে রেলি

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেই সময় বিএসএফ এর পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা উপলক্ষে একটি রেলি আয়োজন করা হয়। বিএসএফ জোয়ানরা যখন রেলি করে যাচ্ছিলেন সেই সময় তাদের ফুল ছুড়ে সংবর্ধনা দেন দিলীপ ঘোষ।
তৃণমূলের একটি সংগঠন বিজেপির হেড অফিস ঘেরাও করবে। সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন,ওইটুকুই করতে পারবে সুদীপ দাকে নিয়ে গেছিল সেইসময় পরেশ পাল আমাদের বাড়িতে ঢিল মেরেছিল ওদের দৌড় এইটুকুই এর বেশি কিছু করতে পারবে না। যারা আসছে ছেলেপুলেরা তাদেরকে বলছি চোর ডাকাতের পিছনে যাবেন না। নিজের ভবিষ্যৎ এবং বাংলার ভবিষ্যৎ নষ্ট করবেন না। কালকে লোকেরা আপনাকেও জুতো নিয়ে তারা করবে সেজন্যই ওরকম করবেন না যারা চুরি করেছে তাদেরকে আইনের সামনে নিয়ে আসুন এবং বলুন আপনারা সত্যিটা ও দুর্নীতির সঙ্গে নেই। সমস্ত পার্টিটা দুর্নীতিতে ছেয়ে গেছে দুর্নীতির দল হয়ে গেছে তাদের কথা কে শুনবে।
কাঁথিতে শুভেন্দু অধিকারী হড়-ঘর তিরাঙ্গা মিছিলে বাধা। এপ্রসঙ্গে তিনি বলেন,
আমি জানি না কেন বাধা দিচ্ছে।এরা খালি দুর্নীতি গোস্ত নয় দেশ বিরোধীও বটে। সারা ভারতবর্ষ জুড়ে তিরঙ্গা যাত্রা হচ্ছে , বাংলাতেও হবে। ওরা যদি মনে করে। তাহলে ভুল ভাবছে কাশ্মীর যদি ঠান্ডা হয়ে থাকে বাংলাকেও ঠান্ডা করতে খুব বেশিদিন লাগবে না। পার্টিটাই উঠে যাবে সরকার পড়ে যাবে। কাদের বলে এসব করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + twenty =