বিএসএফ কর্মীর বাড়িতে ভোর রাতে ডাকাতি,দাদুকে বাঁচাতে ঝাঁপিয়ে পরে নাতি।
মগড়া ত্রিবেনীর পালপাড়ায় প্রতাপ সিং এর বাড়িতে সোমবার রাত দুটো নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতি দল।প্রতাপ বিএসএফ এ কর্মরত।রাজস্থানে পোস্টিং তার।ছুটিতে বাড়িতে রয়েছেন।প্রতাপ জানান,সবাই তখন ঘুমিয়ে ছিল বাড়িতে। রান্না ঘরের জানলা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতিরা।দোতলায় তার বাবা হরিনাথ সিং নাতি প্রতিককে নিয়ে শুয়েছিলেন। ঘরে ঢুকে বাবাকে মারধর করে লুটপাট চালাতে থাকে দুষ্কৃতিরা।দাদুকে মারতে দেখে দশ বছরের প্রতীক দুষ্কৃতিদের উপর ঝাঁপিয়ে পরে।তাকেও মারধর করে দুষ্কৃতিরা।আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখায়।নাতিকে মারছে দেখে দাদু তাদের বাধা দিলে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় হরিনাথ সিং এর। এর মধ্যেই নীচের ঘরের লোকজন উঠে পরে।ডাকাত পড়েছে বুঝতে পেরে এক পরিচিতকে ফোন করে পুলিশকে খবর দিতে বলেন প্রতাপ।পুলিশকে খবর দিতেই কিছুক্ষণের মধ্যে মগড়া থানার পুলিশ হাজির হয়ে যায় সেখানে। তিনজনকে বাড়ি থেকেই ধরে ফেলে পুলিশ। বাকিরা পুলিশ দেখে চম্পট দেয়।নিয়ে যায় নগদ আশি হাজার টাকা এবং পনেরো লক্ষ টাকার গহনা। আগামী ১ লা ডিসেম্বর বাড়ীতে বিয়ের অনুষ্ঠান রয়েছে তাদের। তার জন্য কেনাকাটা চলছিল সিং বাড়িতে।পুলিশ ধৃতদের জেরা করে বাকি সঙ্গীদের খোঁজ চালাচ্ছে।
