বিএসএফ-বিজিবি ফ্লাগ মিটিং ,দুই যুবতীকে বাংলাদেশে ফিরিয়ে দিল সীমান্তরক্ষী বাহিনী।

বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তে ঘটনা। এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ইন্সপেক্টর আদিত্য নারায়ন কাজে খবর গেলে, গোপন সূত্রে বাংলাদেশ থেকে এদেশে দুই যুবতী সীমান্ত পেরিয়ে ডুকছে। সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দুই যুবতীকে মোটা টাকার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি এক দালাল ভারতীয় সীমান্তে ঢুকেয় তামিলনাড়ুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। শুক্রবার এই দুই মহিলা বাংলাদেশ পরিচয় পত্র নিয়ে সীমান্তে প্রবেশ করলে, ১১২,নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হলে হাতেনাতে দুই যুবতীকে পাকড়াও করে, বছর ২১, এর সোনিয়া খাতুন, বছর ৩৩,এর বন্যা খাতুন কে আটক করে জিজ্ঞাসাবাদ করে সীমান্তরক্ষী বাহিনী।তারা বাংলাদেশ পরিচয় পত্র দেখালেও এদেশে ঢোকার জন্য বৈধ উপযুক্ত নথি পত্র দেখাতে পারিনি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় বাংলাদেশী এক দালাল ভারতে ঢুকে এদেরকে তামিলনাড়ু পাচারের চেষ্টা করেছিল। এই খবর জানতে পেরে ১১২, নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নারায়ন চন্দ্র উদ্যোগে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাকডাঙ্গা বাংলাদেশ সীমান্তে বাহিনীর সঙ্গে যোগাযোগ করে, শুক্রবার রাত্রিবেলা দুই দেশের সীমান্তের আধিকারিকদের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হয়। তারপর দুই যুবতীকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেন,ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। তদন্তকারীদের বিস্তারিত তাদের নাম-ঠিকানা পরিচয় পত্র এমনকি বাংলাদেশের দালালের নাম জানায়, এই ঘটনায় দালাল পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + ten =