বিক্ষোভ হাওড়া নরসিংহ দত্ত কলেজের সামনে, অভিযোগ পার্ট থ্রি রেজাল্টে ইতিহাসে নম্বর দেওয়া হয় নি ছাত্র-ছাত্রী দের।

রিপোর্ট: দেবপ্রিয়া দত্ত।
বিক্ষোভ হাওড়া নরসিংহ দত্ত কলেজের সামনে, অভিযোগ পার্ট থ্রি রেজাল্টে ইতিহাসে নম্বর দেওয়া হয় নি ছাত্র-ছাত্রী দের।

হাওড়া নরসিংহ দত্ত কলেজের থার্ড ইয়ার স্টুডেন্ট দের বিক্ষোভ। আজ কলেজের সামনে ৫০ জন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা কলেজের গাফিলতির অভিযোগ তুলল। থার্ড ইয়ার স্টুডেন্ট এর রেজাল্ট এর হিষ্ট্রি নাম্বার না দেওয়ায় বিপাকে ছাত্রছাত্রীরা। এ মাসের ১০ই নভেম্বর এম এ ভর্তির লাস্ট ডেট। কলেজ কর্তৃপক্ষ জানান খুব তাড়াতাড়ি ছাত্র-ছাত্রীদের রেজাল্ট হাতে দিয়ে দেয়া হবে। সপ্তমীর দিন রেজাল্ট আউট হয় কিন্তু রেজাল্টে হিস্ট্রির নাম্বার না থাকায় বিপাকে পরে ছাত্র ছাত্রীরা। তারপরই বিক্ষোভ শুরু করে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =