রিপোর্ট:মৌমিতা সাহা,অর্পিতা ঘোষ।
বিজপুরে পালিত হল বিজেপির ‘আর নয় অন্যায়’ ও ‘গৃহ সম্পর্ক’ অভিযান।
রবিবার বিজেপির ‘আর নয় অন্যায়’ এবং ‘গৃহ সম্পর্ক’ অভিযানে পা মেলালেন বিজপুর বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও সমর্থকেরা।কাঁচরাপাড়া ৫নং ও ৭নং ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে লিফলেট দেওয়া থেকে শুরু করে আগামী দিনে মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক শুভ্রাংশু রায়।কাঁচরাপাড়া পাঁচের পল্লী থেকে কালীচরণ রোড পর্যন্ত চলে এই অভিযান।গৃহ সম্পর্ক অভিযান শেষে ভারতমাতা ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।পাশাপাশি বাংলায় বিজেপি কর্মী ও নেতৃত্বদের ওপর হামলার প্রতিবাদ করলেন শুভ্রাংশু রায়।তিনি বললেন, “বিজেপি সকল স্তরের মানুষের পাশে রয়েছে।মানুষকে ভয় দেখিয়ে, কন্ঠরোধ করে থামানো যাবেনা।”তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস ছড়িয়েছে তা বিগত ৩৪ বছরকে হার মানিয়েছে।মানুষও তৈরি হচ্ছে গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করার জন্য।আগামী দিনে বিজেপিই বাংলায় ক্ষমতায় আসবে।”