পাঁশকুড়ার রঘুনাথবাড়ি এলাকার রাজবাড়ীর ৩০০ বছরের ঐতিহ্যবাহী রথ টানা হলো। রথ টানার সূচনা করেন বর্তমান রাজা আদিত্য নারায়ন রায়। প্রত্যেক বছর পুজোর দশমীতে এই রথ টানা হয় পাশাপাশি বেশ কয়েকদিন ধরেই রঘুনাথজীর রথের মেলাও হয়। গত বছর বিশেষ কারণে বন্ধ থাকায় এ বছর সারম্বরে রথযাত্রা পালন করা হয় ওই এলাকায়।রাজবাড়ি থেকে রবিবারের হাট পর্যন্ত রথযাত্রা যায় সেখানে কি থেকে যায় রঘুনাথজিউর রথ। তারপরে গভীর রাত্রে হয় রাবণ পোড়া বিশাল মানুষের সমাগমে এই রথ টানা হয়। ঐতিহ্যবাহী রথযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমে এই মেলায়।