বিজেপিতে ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী।
ফের বিজেপিতে ভাঙন।বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে ট্যুইট করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।এবারের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের কার্যত হিড়িক পড়েছিল।ভোটের আগেই কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিমের প্রার্থী হয়ে ভোটে পরাজিত হন শ্রাবন্তী। বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী ছিলেন প্রার্থী চট্টোপাধ্যায়।এদিন তিনি ট্যুইটে লিখেছেন, ‘বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। রাজ্যের উন্নয়নের স্বার্থে কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না বিজেপিতে।’সবটা মিলিয়ে বিজেপিতে ভাঙন অব্যাহত।
