কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া রেললাইন লাগোয়া বিজেপি কার্যালয় রয়েছে। যেখানে দলীয় বৈঠক চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে বিজেপি কর্মীদের সাথে বচসা বাঁধে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সাথে। বিজেপি কর্মীদের অভিযোগ, দলীয় কার্যালয়ের সামনে গেট ভেঙে দেওয়ার অভিযোগ সহ বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয় তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ ঘটনাস্থলে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সাথে রীতিমত হাতাহাতি হয় বিজেপি কর্মীদের। অভিযোগ শুনে ঘটনাস্থলে আসেন কলকাতা উত্তর শহরতলী জেলা বিজেপি সভাপতি সহ বিজেপি নেতা সোহ বিজেপি কর্মীরা। আরেকদিকে বিজেপি কর্মীদের করা এই সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন ওয়ার্ডের কাউন্সিলর। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা তার অভিযোগ, কাউন্সিলরকে মারধর করার সাথে সাথে গলার হার সহ হাতের আংটি খোয়া গিয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কাউন্সিলরের সাথে থাকা একজন মহিলাকে। গোটা বিষয়ে আতঙ্কিত ওয়ার্ডের কাউন্সিলর। এমনকি ওয়ার্ডের কাউন্সিলরের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই গোটা বিষয়ে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে উভয় পক্ষ থেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 2 =