বিজেপির কেন্দ্রীয় নেতার নিরাপত্তারক্ষীদের মারে শ্রীরামপুরে আহত তৃণমূল কর্মীরা।
রবিবার শ্রীরামপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে রাস্তা খারাপ নিয়ে মিটিং করছিলেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক সহ অন্যান্য তৃণমূলের নেতা কর্মীরা।ঠিক সেই মুহূর্তে গাড়ি নিয়ে সেখানে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতা কবীর শঙ্কর বসু।বিজেপি নেতার গাড়ি আটকে দেওয়ায় তার নিরাপত্তারক্ষীরা তৃণমূল কর্মীদের মারধোর করে বলে অভিযোগ।অবশ্য বিজেপিও পাল্টা অভিযোগ তোলে তৃণমূল তাদের কেন্দ্রীয় নেতার গাড়ি ভাঙচুর করেছে। বিজেপি নেতা কবির শঙ্কর বসু ওই এলাকার একটি ফ্ল্যাটের বাসিন্দা। তিনি যখন ফিরছিলেন তখন তার গাড়ি ঘিরে হামলা চালায় তৃণমূল এমনই অভিযোগ বিজেপি নেতার।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী।অবিলম্বে বিজেপি নেতা কবীর শঙ্কর বসুকে গ্রেফতার করার দাবিতে গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান বিক্ষোভ করেন সাংসদ সহ তৃণমূল কর্মীরা।