বিজেপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা।
এদিন নদীয়ার ধানতলা সব্দালপুর হসপিটালের মরে বিজেপির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কেককেটে বেলুন ফুলিয়ে পথ চলতি মানুষদের কেক লাড্ডু খাওইয়ে। সব্দালপুর হসপিটালে রোগীদের মধ্যে ফলমূল লাড্ডু বিতরণ করে বিজেপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
