বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনাটি হুগলীর আরামবাগ থানার বাতানল অঞ্চলের চকহাজিত এলাকার।বুধবার রাতে হটাৎই বিকট শব্দ, তারপরই ভাঙচুরের আওয়াজ।বাইরে বেরিয়ে বিজেপি কর্মীরা দেখতে পায় তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে।বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। বিজেপি কর্মীদের ৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।এমনকি বেশ কয়েকটি ওই এলাকায় বোমাবাজিও করা হয় বলে অভিযোগ গ্রামবাসীদের।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় আরামবাগ থানার পুলিশ।পুলিশ গিয়ে ২টি তাজা বোমা উদ্ধার করে। ঘটনা তদন্তে আরামবাগ থানার পুলিশ।
ঘটনার খবর পেয়ে রাতেই ওই এলাকায় ছুটে যান আরামবাগ বিধানসভার বিজেপি প্রার্থী মধুসূদন বাগ।তিনি বলেন, “এই এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলেই ভোটের সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা।”
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।তৃণমূল নেতৃত্বের দাবি, তৃণমূলকে ফাঁসানোর চক্রান্ত করছে বিজেপি।