ধুন্দুমার আলিপুরে, বিজেপি তৃণমূলের স্লোগানের পাল্টা স্লোগান, তুমুল উত্তেজনা জেলা শাসক অফিসের সামনে। আজ তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আলিপুর জেলা শাসক অফিসে মনোনয়ন পত্র জমা দিতে আসে, পাশাপাশি সেই সময় মনোনয়ন পত্র জমা দিতে আসেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, সেই সময় তৃণমূলের স্লোগানের পাল্টা স্লোগান দেয় বিজেপি এরপরই শুরু হয় তুমুল উত্তেজনা।
একইদিনে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী ও বিজেপি প্রার্থী। আর এই মনোনয়ন জমা দিতে এসেই স্লোগানের পাল্টা স্লোগানে বাধে তুমুল উত্তেজনা। কার্যত এই মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি আলিপুরে।
আজ গোপালনগরে ৫ জন বাম প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে, তৃণমূল ও বাম প্রার্থীদের মধ্যে বাধে তুমুল ধস্তাধস্তি ও হাতাহাতি। কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, আর এরপরই একই ছবি দেখা গেলো আলিপুরে, মনোনয়ন পত্র জমা নিয়ে আলিপুর জেলা শাসক অফিসের সামনে তৃণমূল বিজেপির মধ্যে বাঁধে বচসা। কার্যত এই মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি আলিপুরে।