বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন সন্তোষ সিং।

দমদম-ব্যারাকপুর সাংগঠনিক তৃণমূল জেলা কার্যালয়ে জ্যোতিপ্রিয় মল্লিক,পার্থ ভৌমিক ও সুবোধ অধিকারী এবং সোমনাথ শ‍্যামের উপস্থিতিতে সন্তোষ সিং তৃণমূলে যোগদান করেন।যোগদানের পরেই সাংসদ অর্জুন সিং এর ওপর ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, অর্জুন সিং এর জন্যই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তার দলের ক্ষমতার প্রতি কোন লোভ নেই ।তাই তিনি নির্বাচিত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই তৃণমূলে যোগদান করেছেন এবং এই যোগদান পর্ব শেষে তিনি অর্জুন সিং কে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন “ভাটপাড়া পৌরসভার ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলেই থাকবে এবং তৃণমূলকে জেতাতে সেখানে সাহায্য করবেন সন্তোষ সিং। সন্তোষ সিং এর মূল প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং।অর্জুন সিং কে খতম করার জন্যই তিনি তৃণমূলে এসেছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =