বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি
সকালেও পরে ছিল তাজা বোমা,গভীর রাতে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাটি হুগলির
আরামবাগ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় রাত দেরটা নাগাদ বোমার শব্দ শোনা যায়।স্থানীয় পৌর মন্ডলের বিজেপি সভাপতি কার্তিক দত্তর বাড়ির সামনে বোমা মারা হয় বলে অভিযোগ।একটি বোমা প্রচন্ড শব্দে ফাটতেই বাড়ির লোকজন বেরিয়ে আসেন।কারা বোমা মারল তা দেখতে পাননি বলে জানান কার্তিক দত্তর ভাই গনেশ দত্ত।গনেশ বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতিরা বোমা মেরে চলে যায়। সকালেও বাড়ির সামনে একটি তাজা বোমা পরে থাকতে দেখা যায়।গনেশ পুলিশকে খবর দেন।পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে।গনেশের স্ত্রী নবমিতা দত্ত বলেন,বিকট শব্দে বোমা ফাটে আলোর ঝলকানিও দেখা যায়।প্রচন্ড ভয় পেয়ে যাই।বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা বাড়ির সামনে খেলে।বোমায় হাত দিলে কোনো দূর্ঘটনা ঘটতে পারত।
বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই এলাকারই বাসিন্দা তৃনমূল কাউন্সিলর সঞ্জয় দাস।সঞ্জয় বলেন,বিজেপি নেতার বাড়ির পাশেই তৃনমূলের বুথ সভাপতির বাড়ি।কয়েকদিন আগে এলাকার তৃনমূল কর্মি শৈলেন হালদারের বাড়ির জানলার কাঁচ ভাঙা হয়।রাতের অন্ধকারে দুষ্কৃতিরা এসব করে যাচ্ছে।পুলিশকে বলব ব্যবস্থা নিতে।আরামবাগ থানার পুলিশ জানিয়েছে ঘটনায় অভিযোগ জানায়নি কেউ।একটি বোমা পরে আছে খবর পেয়ে সেটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে খবর দৌলতপুর এলাকায় একটি জলাশয় বোজানো নিয়ে গত কয়েকদিন ধরে একটা সমস্যা তৈরী হয়েছে।তার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। বলে মনে করা হচ্ছে।