বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, থানায় বিক্ষোভ ।
উঃ ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের শক্তিগড় এলাকায়। ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর নাম দিব্যেন্দু বিকাশ বৈরাগী। অভিযোগের তীর তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার কথা জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন দিব্যেন্দু বাবু। বিজেপি প্রার্থী দিব্যেন্দু বৈরাগী বনগাঁ উত্তর বিধায়ক অশোক কীর্তনীয়া কে সঙ্গে নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।