বিজেপি রাজ্য সভাপতির সুস্থতা কামনায় হোম যজ্ঞ করা হলো বারাসাত জেলা বিজেপির কার্যালয়ে
এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঢাকুরিয়া আমরি হাসপাতালে আইসোলেশন কেবিনে রাখা হয়েছে তাকে। সুকান্ত মজুমদার এর সামান্য জ্বর ও সর্দির মতো উপসর্গ রয়েছে। তবে তার অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে বলে সূত্রের খবর। সোমবার দুপুরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর দ্রুত আরোগ্য কামনায় পূজা অর্চনার মাধ্যমে হোম যজ্ঞের আয়োজন করা বারাসাত হরিতলা মোড় সংলগ্ন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে। উপস্থিত রয়েছেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্র ও বিজেপি কর্মী ও নেতৃত্বরা।
